Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
শিরোনামঃজুলাই-আগস্ট সুন্দরবনের খালসমূহে মাছ ধরায় নিষেধাজ্ঞা।
Details

শিরোনামঃজুলাই-আগস্ট সুন্দরবনের খালসমূহে মাছ ধরায় নিষেধাজ্ঞা।

বিস্তারিতঃসুন্দরবনের সকল খালে জুলাই-আগস্ট মাসে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ২৫ ফুটের কম প্রস্থবিশিষ্ট সকল খালে সারাবছর মাছ ধরা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর নিরাপদ প্রজনন, সংরক্ষণ ও বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্যভান্ডার হিসেবে খ্যাত সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা, চাঁদপাই ও পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের সকল খালে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। Integrated Resources Management Plansfor the Sundarbans (2010-2020)( IRMP)মোতাবেকএ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহল ও স্মার্ট টহল পরিচালনার মাধ্যমে জেলেদের কার্যক্রম তদারকি করা হবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Images
Attachments
Publish Date
26/08/2019
Archieve Date
15/10/2020