সুন্দরবনে অপ্রধান বনজদ্রব্য আহরণের জন্য বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) প্রাপ্তি সহজিকরণ
ভূমিকাঃ
১৮৭৫ ও ১৮৭৬ খ্রিস্টাব্দে বাংলাদেশে স্থিত সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। সংরক্ষিত বন ঘোষণার পর অনুমতি ব্যতীত সুন্দরবনে প্রবেশ ও সম্পদ আহরণ নিষিদ্ধ হয়ে যায়। ১২ সেপ্টেম্বর, ১৮৮০ খ্রিস্টাব্দে কলকাতা গেজেটে প্রকাশিত নোটিফিকেশন মোতাবেক সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি নৌকার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয় এবং প্রতিবার সুন্দরবনে প্রবেশ ও সুন্দরবন হতে বহির্গমনকালে প্রতিটি নৌকার পরিমাপ গ্রহণ বাধ্যতামূলক করা হয়। Rules for the control of Transit of timbers and other forest produce and rules for the measurement and registration of boats used for transit in the Sundarbans Forest Division 1959 এর বিধি-৪ মোতাবেক সুন্দরবনের বনজদ্রব্য পরিবহণের ক্ষেত্রে বন সংরক্ষক কর্তৃক অনুমোদিত সুন্দরবনের রাজস্ব আদায়ের স্টেশনসমূহের সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তাগণ পারমিট ও সার্টিফিকেট ইস্যু করে থাকেন। উক্ত বিধিমালার ৯ ও ১৫ নং বিধি মোতাবেক সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা কর্তৃক প্রদেয় বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) ব্যতীত কোন নৌকা সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ/চলাচল করতে পারে না। বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) প্রদানের ক্ষেত্রে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা অনুসরণ করা হয়। Integrated Resources Management Plans for the Sundarbans (IRMP)(2010-2020) এর সংস্থান অনুযায়ী সুন্দরবন হতে প্রতি বছর মাছ ধরাসহ অপ্রধান বনজদ্রব্য আহরণের জন্য সর্বোচ্চ ১২,০০০ নৌকাকে বিএলসি প্রদান করা হচ্ছে।
সেবা পদ্ধতি সহজিকরণের উদ্যোগ নেয়ার আগে নৌকার মালিক সংশ্লিষ্ট নৌকাসহ উপস্থিত হয়ে জাতীয় পরিচয় পত্র, ছবি, নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে আবেদন জমা দিলে স্টেশন অফিসার নৌকার মাপ যাচাই-বাছাই করে তা যথাযথ থাকলে সুপারিশসহ রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে সংযুক্তিসহ আবেদনের হার্ড কপি প্রেরণ করতেন। অতঃপর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর হতে আবেদন ও দলিলাদি যাচাই-বাছাই করে বিএলসি প্রদানের অনুমতি দেয়া হতো। সবশেষে ফরেস্ট স্টেশন অফিস হতে বিএলসি প্রদান করা হতো। প্রক্রিয়াটি সম্পন্ন করতে সর্বোচ্চ ২০ দিন সময়ের প্রয়োজন হতো। কম সময়ে, কম খরচে, কম ভ্রমণের মাধ্যমে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) প্রাপ্তির জন্য প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর মহোদয় কর্তৃক সেবা পদ্ধতি সহজিকরণের উদ্যোগ নেয়া হয়।
সেবা পদ্ধতি সহজিকরণের উদ্যোগ নেয়ার পরে নৌকার মালিক কর্তৃক আবেদন দাখিলের ০৬ দিনের মধ্যে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) প্রদান করা হচ্ছে।
ভালো দিকঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS